Benefits of Terminalis Arjuna - অর্জুন গাছের বনৌষধি গুনাগুন ও উপকারিতা


অর্জুন

অর্জুন গাছ বেশ বড় হয়, প্রায় 50 থেকে 60 ফুট উঁচু এই গাছ শাখা-প্রশাখা বিশিষ্ট হয় পাতাগুলি দেখতে বেশ বড়ো এবং পাতার ধারগুলি খুব সরু করাতের মতো এই গাছ বেশ শক্ত এর বোটানিক্যাল নাম - Terminalis Arjuna.
অর্জুন গাছের পাতা ছাল ফল ঔষধ ব্যবহার করা হয়
রোগে ব্যবহার: -
1. রক্তপিত্তে - অর্জুন গাছের ছাল 4-5 গ্রাম এনে রাতে জলে ভিজিয়ে রাখুন পরদিন সকালে সেই জল ছেঁকে নিয়ে এককাপ খাবেন, উপকার হবে
2. বুক ধড়ফড়ানিতে - উচ্চ রক্তচাপ না থাকলেও যাদের বুক ধড়পড় করে, তারা শুকনো অর্জুন গাছের ছাল থেকে 5-6 গ্রাম নিয়ে চূর্ণ করে আধপোয়া দুধ আধসের জলের সঙ্গে সেদ্ধ করুন যখন আধ পোয়া মাত্র অবশিষ্ট থাকবে, তখন নামিয়ে ছেঁকে নিয়ে প্রত্যেহ বিকেলে খেলে বুক ধড়ফড়ানি কমবে
3. দমকা কাশিতে - শুকনো অর্জুন গাছের ছাল চূর্ণ করে রাখুন, বাসক পাতা থেঁতো করে রস বার করুন এবার দু'চামচ বাসক পাতার রসে আধ চামচ অর্জুন গাছের ছালের গুঁড়ো, অল্প ঘি এবং মধু মিশিয়ে চেটে খেলে উপকার হয়
4. মচকে গেলে বা হাড়ে চিড় ধরলে - দেহের কোনও স্থানে মচকে গেলে বা হাড়ে চিড় ধরলে রসুনের সঙ্গে অর্জুন গাছের ছাল একসঙ্গে বেটে সেইস্থানে লাগালে মচকানি চিড় ধরা সারবে এইসঙ্গে 2-3 গ্রাম অর্জুন ছাল চূর্ণ, আধা চামচ ঘি, সিকি কাপ দুধের সঙ্গে মিশিয়ে অত্যন্ত খেলে উপকার পাবেন
5. মেচেতা হলে - অর্জুন ছালকে মিহি গুঁড়ো করে মধুর সঙ্গে মিশিয়ে মেচেতায় দিলে দাগ মিলিয়ে যাবে

To Buy Terminalis Arjuna (অর্জুন) Click Here :

Post a Comment

0 Comments